ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | “আল্লামা মোহাম্মদ ফৌজুল কবির (রাহঃ) ট্রাষ্ট”র আত্মপ্রকাশ

“আল্লামা মোহাম্মদ ফৌজুল কবির (রাহঃ) ট্রাষ্ট”র আত্মপ্রকাশ

received_1849418528638060-810x456

প্রেস বিজ্ঞপ্তি : গত ১ ফেব্র“য়ারী বুধবার বাদে মাগরিব আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীর সভাপতিত্বে আল্লামা মোহাম্মদ ফৌজুল কবিরের সুযোগ্য সন্তান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইসমাইল কবিরের সঞ্চালনায় শহরের অস্থায়ী কার্যালয়ে আল্লামা মোহাম্মদ ফৌজুল কবির (রাহঃ) ট্রাষ্টের অভিষেক সভা এবিএম মিছবাহ উদ্দিনের কুরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন স্বাশিপ চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড.আবুল আলা মোহাম্মদ হোছামুদ্দিন, জমজম প্রকাশনীর চট্টগ্রাম এর চেয়ারম্যান আলহাজ্ব কাজী ছাবের আহমদ, আল্লামা মোহাম্মদ ফৌজুল কবির (রাহঃ) এর সুযোগ্য পুত্র এম ইব্রাহীম কবির। উক্ত সভায় আল্লামা মোহাম্মদ ফৌজুল কবির (রাহঃ) ট্রাষ্টি বোর্ড গঠন করা হয়।

ড.আবুল আলা মোহাম্মদ হোছামুদ্দিনকে চেয়ারম্যান, মরক্কোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদীর এর বিদেশ বিষয়ক ডাইরেক্টর ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন মাহি সিনিয়র ভাইস-চেয়ারম্যান, মিসেস রিজিয়া রেজা চৌধুরী ভাইস-চেয়ারম্যান(১), আলহাজ্ব কাজী ছাবের আহমদ ভাইস-চেয়ারম্যান (২), এম ইব্রাহীম কবির সাধারণ সম্পাদক, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি এস এম লুৎফুর রাহমান অর্থ-সম্পাদক, এবিএম মিছবাহউদ্দিন আরিফ দপ্তর-সম্পাদক, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইসমাইল কবির সদস্য, চুনতীর শাহ্ সাহেব কেবলা (রাহঃ) এর সুযোগ্য নাতী এবং চুনতী সীরাত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম মোহাম্মদ আজাদ সদস্য, মধুবন গ্রুপ অব ইন্ডাস্ট্রি চট্টগ্রাম বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুল আমীন সদস্য, মাওলানা মোহাম্মদ শাহেদ রেজা চৌধুরী(সৌদি প্রবাসী ব্যবসায়ী) সদস্য, হাফেজ মাওলানা মোহাম্মদ ফেরদৌস (সৌদি প্রবাসী ), জনাব গফুর আইয়ূব(প্রবাসী ব্যবসায়ী) সদস্য, আলহাজ্ব মাওলানা আহমদ কবির (রাহঃ) এর সুযোগ্য পুত্র আল ক্বিবলা হজ্ব কাফেলা ট্রাভেল এন্ড ট্যুরস চট্টগ্রাম এর হজ্ব ওমরা এবং আইটি অফিসার হাফেজ মাওলানা কুতুব উদ্দীন, আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন (প্রবাসী ব্যবসায়ী) সদস্য হিসেবে ঘোষনা করা হয়। উক্ত মিটিংয়ে আল্লামা মোহাম্মদ ফৌজুল কবির (রাহঃ) ট্রাষ্টের অন্তর্ভুক্ত আল্লামা ফজলুল্লাহ (রাহঃ) শিক্ষা কমপ্লেক্স পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষা কমপ্লেক্সে আল্লামা মোহাম্মদ ফৌজুল কবির (রাহঃ) প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আল্লামা ফজলুল্লাহ (রাহঃ) আদর্শ মাদ্রাসা নারিশ্চা এর শিক্ষার মান উন্নয়ন, সুষ্ঠ পরিচালনা এবং আধুনিকায়ন এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান ও কম্পিউটার প্রযুক্তিতে পারদর্শী করার বিষয়ে পরিকল্পনা নেয়া হয়। পরিশেষে আল্লামা মোহাম্মদ ফৌজুল কবির (রাহঃ) এর জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত সভার সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!