এলনিউজ২৪ডটকম : লোহাগাড়াবাসীসহ দেশবাসীকে ১৪২৪ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ।
শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি তুষার বড়–য়া, সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনছারুল আলম, প্রচার সম্পাদক মাহমুদুল হক চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মাষ্টার মোঃ বেলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তপন বড়–য়া, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি নুরুল আবছার, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি মোঃ শাহজাহান ছিদ্দিকী ও চরম্বা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি হাজী মোঃ ফোরকান।
নেতবৃন্দ বলেন, নববর্ষ আমাদের জাতীয় উৎসব। এটি ধর্ম বা সম্প্রদায়নির্ভর কোনো অনুষ্ঠান নয়। এটি সব শ্রেণীর, সব গোত্রের সব অঞ্চলের সব স্তরের বাঙালির জাতীয় উৎসব। এই উৎসবের মূল বাণী হলো নতুন বছরে আমার আনন্দটুকু সবার আনন্দ হোক, আমার শুভটুকু সকলের শুভ হয়ে উঠুক। সবার সঙ্গে আমার যোগ হোক প্রীতিময়, হোক গভীরতর। এই শুভ কামনা বাঙালি শুধু সকল বাঙালির জন্য কামনা করেনা, কামনা করে সকল মানুষের জন্য।