________মুহাম্মদ সোলাইমান________
লোহাগাড়ায় উদিত হল নব দিগন্তের ভোর,

“লোহাগাড়া নিউজ টুয়ান্টি ফোর ডটকম” সুর।
সংবাদ জগতে লোহাগাড়া এগিয়ে গেল একধাপ,
অন্যায়, মাদক, সন্ত্রাসীরা পাবেনা এবার মাপ।
এই অনলাইন নিউজ পালন করছে দ্বিতীয় বর্ষ ফূর্তি,
দেশ-বিদেশের অনেক পাঠক নতুন সদস্য হয়েছে ভর্তি।
লোহাগাড়ার নাম এখন সারা বিশ্বে হবে,
চট্টগ্রামের লোহাগাড়া শুধু হৃদয়ে জেগে রবে।
লোহাগাড়া নিউজ পরিবারকে হাজার স্বাগত, শুভেচ্ছা জানাই,
দ্বিতীয় বর্ষ উদযাপন শুধু এ পত্রিকাতেই মানায়।
বিজ্ঞাপনদাতা, পাঠক, লেখক, আমার সালাম-শুভেচ্ছা নিবেন।
নিয়মিত নিউজ চালু রাখতে সকলে সহযোগিতা দিবেন।
সঠিক তথ্য, আসল নিউজ পাবে তোমরা এখানে,
যেথায় যাও, আসবে ফিরে লোহাগাড়া নিউজ যেখানে।
শুভ কামনা রইল আমার আজীবন তুমি সুখে থাক,
ধারাবাহিক ইতিহাস-ঐতিহ্য লোহাগাড়ার এমনি করেই ধরে রাখ।।