এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় স্বামী-স্ত্রীসহ সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে স্ব স্ব এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রাজঘাটা এলাকার মো. লতিফের পুত্র ওমর আলী, পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান মাঝের পাড়ার গুনু মিয়ার পুত্র মোহাম্মদ লিয়াকত ও তার স্ত্রী জেসমিন আক্তার।
পুলিশ জানায়, গ্রেপ্তার ওমর আলী বন মামলায় ১ বছরের এবং ফৌজদারী মামলায় স্বামী-স্ত্রী ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। গ্রেপ্তার এড়াতে তারা দীর্ঘদিন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, রোববার (১৮ ফেব্রুয়ারি) তারেদকে আদালতে সোপর্দ করা হয়েছে।