ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা

লোহাগাড়ায় স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ছুরিকাঘাতে মুমিনুল ইসলাম মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে এজাহারভূক্ত ও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিহতের মা খোরশিদা বেগম (৩৭) বাদি হয়ে এই মামলা দায়ের করেন। সে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ পুটিবিলা নালারকুল এলাকার মৃত মোজাম্মেল হকের স্ত্রী।

আসামিরা হল, উপজেলা পুটিবিলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মধ্য তাঁতী পাড়ার হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ (২২), শাকিব (১৮), শাকিল (২৫), নাইমুদ্দিন (১৯), শওকত (২৫) ও একই ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের জিএম সিকদার পাড়ার হারুন (২১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৩টার দিকে পুটিবিলা ইউনিয়নের মধ্য তাঁতী পাড়াস্থ শাহ ইমাম বাড়ি (রাহ.) জামে মসজিদের বার্ষিক মাহফিল উপলক্ষে ভাসমান দোকানের ছবি ধারণ নিজ মোবাইলে করেন মুমিন। এই সময় আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ ও শাকিব অন্যায়ভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে। পরবর্তীতে আসামিরা মুমিন ও তার বন্ধু মুকিতকে মারধর করে। সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় জনৈক নুরুল আলম নামে এক ব্যক্তি উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসা করে দেন। রাত ৮টার দিকে মুমিনকে ঘটনাস্থলে একা পেয়ে আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ হত্যার উদ্দেশ্যে বুকে ছুরিকাঘাত করে। পরে অন্য আসামিরা তার মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত মারধর করতে থাকে। এই সময় মুমিনকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে আসামিরা বন্ধু মুকিতকেও হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন শোরচিৎকারে মাহফিলের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত পালিয়ে যায়।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী মুমিনুল ইসলাম মুমিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের উদ্যোদে এক মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একইদিন রাতে ময়নাতদন্ত শেষে মুমিনের মরদেহ বাড়িতে আনলে স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে নামাজে জানাজা শেষে নিহত স্কুলছাত্রের মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, স্কুলছাত্র নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!