এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (৩১ আগস্ট) দিনগত রাতে সদর ইউনিয়নের বরকত আলী পাড়ায় এই ঘটনা ঘটে।
এই ব্যাপারে রোববার (১ সেপ্টেম্বর) নুরুল হক নুনুর স্ত্রী রেশমা সোলতান (৩৭) লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত অন্যায়ভাবে রাতের আঁধারে অভিযোগকারীর স্বামীর জায়গার উপর নির্মিত পাকা বাউন্ডারি ওয়াল ভাংচুর করে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন।
অভিযোগের ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে।