এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বৈদ্যুতিক সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে গেছে খড় বোঝাই একটি পিকআপ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের পূর্ব পহরচান্দা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনারদিন পহরচান্দা এলাকা থেকে খড় কিনে এক ব্যক্তি পিকআপ বোঝাই করে পার্বত্য লামায় নিয়ে যাচ্ছিলেন। এই সময় ঘটনাস্থলে বৈদ্যুতিক তারের সাথে খড় লেগে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে আগুনে খড়সহ গাড়ি পুড়ে গেছে। এছাড়া আগুনে বহু জীবিত গাছও পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক জাকির হোসেন জানান, আগুনে তার ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশে পানির উৎস না থাকায় আগুনে ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি হয়েছে বলে দাবি করছেন তিনি।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনীর টিম পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই গাড়ির অর্ধেক অংশ পুড়ে গেছে। এছাড়া ঘটনাস্থলে কাছে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।