
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বন্দুক ও গুলিসহ মো. রিপন (৩০) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের গর্জনিয়া পাড়ায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।

পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি স্থানীয় মাদ্রাসায় নবম শ্রেণিতে অধ্যয়নরত ভিকটিম এক শিশুকে আসামি রিপনের নেতৃত্বে অজ্ঞাতনামা দুই জনসহ অপহরণ করে। পরে ওই শিশুকে গর্জনিয়া পাড়াস্থ রিপনের বসতঘরে নিয়ে যায়। আসামি রিপন অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় ভিকটিমকে ধর্ষণ ও মারধর করে।
পরবর্তীতে ভিকটিমকে লোহাগাড়া থানাধীন এক বেসরকারি হাসপাতালের সামনে ফেলে রেখে চলে যায়। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে রিপনকে বসতঘর থেকে গ্রেপ্তার এবং দেশিয় তৈরি একনলা ১টি বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) গ্রেপ্তার রিপনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner