ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা

file-40

নিউজ ডেক্স : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা। এটি বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে একথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার কলঙ্কময় একটি দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নয় মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাই মিলেমিশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে কাজ করে যাবে এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা। বাণীতে তিনি বিজয়ের চূড়ান্তক্ষণে শাহাদাত বরণকারী বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!