এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১০ জানুয়ারী মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বিকেলে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা আবদুস শুক্কুর রশিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা ফরিদ আহমদ, মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, মোঃ মিয়া ফারুক, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, শ্রমিকনেতা ফরিদ উদ্দিন, শিক্ষক গোপাল কান্তি বড়–য়া, লিটন বড়–য়া রুনা, সলিল বড়–য়া, আসহাব উদ্দিন ও মোহাম্মদুল হক প্রমুখ।
সাংবাদিক ও আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আলোচনার সভার পূর্বে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে উপজেলা শহীদ মিনার চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।