এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা সদরের দরবেশহাট বাজারে পরিবেশ দূষণের ফলে জনজীবন বিপর্যস্ত ও স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। রোববার (২৯ জুন) দুপুরে সাইনবোর্ড টাঙিয়ে এই গণনোটিশ জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। তিনি জানান, দরবেশহাট বাজারে গরু-ছাগল লালন-পালন, গোয়াল ঘর নির্মাণ, যত্রতত্র পশু জবাই করে পরিবেশ দূষণের মাধ্যমে জনদূর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে চলেছে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নির্দেশে ওই এলাকায় গণনোটিশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী এক মাসের মধ্যে দরবেশহাট বাজার এলাকা থেকে দূরবর্তী জনশুন্য স্থানে যার যার খামার বা গোয়াল ঘর সরিয়ে নিতে হবে। সরকারি শেডে সার্বক্ষণিক গরু-ছাগল রাখা যাবে না। গরু-ছাগল পালনের জন্য দোকান ভাড়া বা বিদ্যুৎ লাইন দেওয়া যাবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে গণনোটিশে উল্লেখ রয়েছে।