Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় দুই প্রার্থীকে জরিমানা

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় দুই প্রার্থীকে জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রতিনিধিকে ২ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ঘোড়া প্রতীককে ৯ হাজার ও মোটরসাইকেল প্রতীককে ৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

তিনি জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে রাত ৮টার পর একাধিক মাইক নিয়ে প্রচারণা করায় মোটরসাইকেল ও ঘোড়া প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!