এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দেড় কোটি টাকার বেদখল সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা সদর বটতলী স্টেশনে মোস্তফা সেন্টারের পেছনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এসব জায়গা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান। তিনি জানান, একটি প্রভাবশালী মহল সরকারি জায়গা দখল করে টিনের ঘেরা দিয়ে পাকা ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক ৫ শতক সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জায়গার বর্তমান বাজার মূল্য দেড় কোটি টাকা। জনস্বার্থে ও জনসচেতনতায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ভূমি অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।