এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলা পদুয়ায় চৌধুরী গেস্ট হাউসের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি পলাশ দাশ।

এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণসম্পাদক এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী প্রধান অতিথি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা সুনীল কুমার চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সোনারাম জলদাশ, সহ-সভাপতি ডা. সুকুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী কাঞ্চন আচার্য্য, সহ সাধারণ সম্পাদক রনজিত দাশ নটু, অর্থ সম্পাদক ডা. মধু কান্তি দাশ, দপ্তর সম্পাদক প্রদীপ শীল, পূজা বিষয়ক সম্পাদক দয়াল দাশ, সহ-পূজা বিষয়ক সম্পাদক মিন্টু দাশ, অভ্যর্থনা সম্পাদক নিতাই চৌধুরী, কার্যনির্বাহী সদস্য বিকাশ সিকদার, সদস্য ডা. পলাশ বিশ্বাস ও বাঁশী দাশ প্রমূখ।
মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দূর্গোৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া বিএনপি নেতৃবৃন্দের সাথে আগামী ১২ অক্টোবর উপজেলার পূজামন্ডপগুলো পরিদর্শন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।