এলনিউজ২৪ডটকম: চতুর্থ ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন মো. শহিদুল কবির সেলিম ও নুরুল হক।
রোববার (১৯ মে) ছিল মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলা নির্বাচনে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। তারা হলেন চেয়ারম্যান পদে খোরশেদ আলম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ সৈয়দ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীন আক্তার ও জেসমিন আকতার। ভাইস চেয়ারম্যান পদে মো. জমিল উদ্দীন, মোহাম্মদ সরওয়ার মামুন ও ফরহাদুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ৫ জুন লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।