এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ভোগ দখলীয় জায়গা জোরপূর্বক দখল প্রচেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রোববার (১২ জানুয়ারি) সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের গৌড়স্থান সিকদার পাড়াস্থ গজালিয়া দিঘীর পাড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার মৃত মাওলানা আবদুল খালেকের পুত্র ভূক্তভোগী হাফেজ আলমগীর।

তিনি জানান, আমরা দীর্ঘ ৭০ বছর যাবত আমাদের দখলীয় জায়গায় বসতঘর নির্মাণ পূর্বক মাথাখিলা ভোগদখলে বসবাস করে আসছি। ২০০৬ সালে উক্ত জায়গা বন্দোবস্তী নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করি। ২০১৫ সালে প্রতিপক্ষ একই এলাকার মৃত আলী আহমদের পুত্র যথাক্রমে মোহাম্মদ বেলাল (৩০), মোহাম্মদ আলম (২৮) ও মো. টিপু সোলতান (৩৩) উক্ত জায়গা হঠাৎ জোরপূর্বক দখল প্রচেষ্টা করলে আমরা আদালতের আশ্রয় নিই। এই ব্যাপারে অদ্যবধি আদালতে মামলা চলমান রয়েছে।
এদিকে, গত ২০ অক্টোবর ২০২৪ ইং দুপুরে প্রতিপক্ষরা আমার ভোগদখলীয় জায়গায় বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমতাবস্থায় আমিসহ পরিবারের অন্যরা বসতঘর থেকে বের হয়ে গালমন্দ করার কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে আমিসহ আমার স্ত্রী আমেনা বেগমের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করার জন্য উদ্যত হয়। তখন আমরা আত্মরক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করে বসতঘরে প্রবেশ করি।
অপরদিকে, গত ১৭ ডিসেম্বর ২০২৪ ইং সকালে প্রতিপক্ষরা আমার ভোগদখলীয় জায়গায় গিয়ে ঘেরাবেড়া ভাংচুর করে। ওই সময় বসতঘরে কোন পুরুষ ছিল না। তখন আমার মেয়ে পারভিন আক্তার বিষয়টি দেখতে গেলে প্রতিপক্ষরা ধারালো অস্ত্রের আঘাতে পায়ে গুরতর জখমপ্রাপ্ত হন। তার শোরচিৎকারে আমরা পরিবারের অন্যরা বের হয়ে তাকে প্রতিপক্ষদের কবল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নিয়ে যান। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাইলে পুলিশ থানায় মামলা গ্রহণ করেন নাই। বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে প্রতিপক্ষদের হুমকি-ধমকি অব্যাহত রয়েছে। এছাড়া জোরপূর্বক আমাদের দখলীয় জায়গা থেকে উচ্ছেদ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানেও প্রতিপক্ষদের অব্যাহত হুমকি-ধমকি ও উচ্ছেদ আতংকে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।