Home | দেশ-বিদেশের সংবাদ | বাংলাদেশিরা ওমান যেতে বাধা নেই

বাংলাদেশিরা ওমান যেতে বাধা নেই

নিউজ ডেক্স : আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি নাগরিকরা ওমান ভ্রমন করতে পারবেন। বাংলাদেশ ভারত ও পাকিস্তানসহ ১৮টি দেশের টিকাগ্রহীতা যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান।

এ সিদ্ধান্ত আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে কার্যকর হবে। সোমবার ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) এ সিদ্ধান্ত জানিয়েছে।

সিএএ’র বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, ওমান অনুমোদিত এমন দুই ডোজ টিকা নেয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। এছাড়া, যে টিকাগুলোর অনুমোদন দেয়া হবে তার তালিকাও ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে বলে জানানো হয়।

এতে আরও বলা হয়, যে সকল যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে না। দীর্ঘ দূরত্বের ফ্লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা এবং কম দূরত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে যাদের করোনা পরীক্ষার সনদ আছে শুধুমাত্র তাদের সনদই গ্রহণযোগ্য বলে গণ্য করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!