এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ঝুঁকিপূর্ণভাবে জনবহুল এলাকায় কাভার্ডভ্যানে করে ৩টি স্থানে সিএনজি স্টেশন বানিয়ে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর থেকে গ্যাস বিক্রি স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
তিনি জানান, দীর্ঘদিন যাবত উপজেলা সদরের কাজির পুকুর পাড় এলাকায় ২টি ও পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে ১টিতে কাভার্ডভ্যানে সিএনজি স্টেশন বানিয়ে অবৈধভাবে গ্যাস বিক্রি করে আসছিল একটি মহল। তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধভাবে সিএনজি গ্যাস বিক্রি স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অন্যথায় জরিমানাসহ আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানায়। নির্দিষ্ট সময় শেষে উপজেলা প্রশাসনের লোকজন স্পটে স্পটে গিয়ে দেখতে পান অবৈধভাবে গ্যাস বিক্রি স্থায়ীভাবে বন্ধ রয়েছে।