এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডস্থ মুন্সি পাড়ায় আব্বাস টাওয়ারে এলাকাবাসীর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী দিনমজুর আনোয়ার হোসেন। তিনি বলেন, আমেরিকান প্রবাসী সামসুদ্দিন আশরফ খান ও তার বোন খাইরুনেচ্ছা পুরো সমাজের প্রত্যেক পরিবারের কোন না কোন সদস্যকে মিথ্যা মামলায় জড়িয়ে জীবন অতিষ্ট করে রেখেছেন। ওই আমেরিকান প্রবাসী দেশের প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিদের বিভিন্ন সময়ে ফোন করে এলাকায় সৃষ্ট সমস্যায় তার পক্ষে কথা বলার জন্য রীতিমতো প্রভাব বিস্তার করে আসছেন। তার বোন খাইরুনেচ্ছা বহিরাগত লোকজন নিয়ে এলাকাবাসীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বিবাদ, মামলা-হামলা, গালমন্দ করে সবসবময় আতংকিত করে রেখেছেন। তারা এলাকার নিরীহ বাসিন্দা মো. ইকবাল, তার মা-বোন, তার চাচীর বিরুদ্ধে ৪টি হয়রানিমূলক মামলা, জিডি ও অভিযোগ দায়ের করে হয়রানি করে আসছেন। স্থানীয় বাদশার স্ত্রী মুরশিদা, প্রবাসী জাহেদ, মিনহাজ, প্রবাসী ফরহাদ, দিনমজুর আবুল হোসেনের বিরুদ্ধে ৩টি মামলা ও দিনমজুর আনোয়ার হোসেন, দিনমজুর রুবেলসহ প্রায় ১০-১৫ পরিবারের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা, অভিযোগ ও জিডি করে দীর্ঘদিন যাবত সম্পূর্ণ অন্যায়ভাবে হয়রানি করে আসছেন। এছাড়া বহিরাগত লোক দিয়ে এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

তিনি আরো বলেন, আমেরিকান প্রবাসী শামসুদ্দিন তার বাড়ির চারপাশে, প্রতিবেশীদের বাসস্থানের আশেপাশের এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। এসব ক্যামেরায় ধারণ করা মা-বোনদের ভিডিও দৃশ্য বিভিন্ন জনের মোবাইলে পাঠাচ্ছেন। যা গুরুতর গোপনীয়তা এবং নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবেদন করেছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হারুনুর রশিদ, মো. মুছা, মোহাম্মদ আবুল হোসেন ও মোরশেদা আক্তার প্রমুখ।
অপরদিকে, অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এই ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যায়নি।