এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৫৪৯ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য আবুল কাশেম প্রকাশ বাইট্যা কাশেমকে (৫০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১টার দিকে সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের দরবেশহাট রোডের জোনাবির পাড়াস্থ এক সুপারশপ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কাশেম একই এলাকার মৃত এনায়েত আলীর পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আহসানুল করিম রাঈমের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার কাছ থেকে ৫৪৯ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এরআগেও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম মাদকসহ একাধিবার গ্রেপ্তার হয়েছেন। জামিনে এসে তিনি পুণরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার আবুল কাশেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।