এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১১টার দিকে উপজেলা পদুয়া ইউনিয়নের মাষ্টার পাড়ার গ্রামীণ সড়কের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মাষ্টার পাড়ার মো. আব্বাস মিয়ার পুত্র মো. রিদোয়ান (২৪) ও সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের চিব্বাড়ি এলাকার নওশা মিয়ার পুত্র মোহাম্মদ মামুনুর রশিদ (৪৫)।

পুলিশ জানায়, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম ঘটনাস্থলে উপস্থিত হলে ৩ জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় রিদোয়ান ও মামুনুর রশিদ নামে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও আলমগীর মিয়া নামে অন্য আরেকজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে আসামিরা পালানোর চেষ্টাকালে যৌথ বাহিনীর সদস্যদের সাথে ধস্তাধস্তি হয়। ফলে তারা শারিরীকভাবে কিছুটা আহত হন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শনিবার (২৮ জুন) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।