এলনিউজ২৪ডটকম: ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবী’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লোহাগাড়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ।
এতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান প্রধান অতিথি ও আইডিইবির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মো. জয়নাল আবেদীন প্রধান বক্তা ছিলেন।
আইডিইবি লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক প্রকৌশলী মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, আধুনগর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য এডভোকেট মুহাম্মদ ইলিয়াছ, প্রধান শিক্ষক ফজলুল করিম, ভাইস প্রিপ্সিপ্যাল অধ্যাপক নুরুল আমিন, প্রধান শিক্ষক সামশুদ্দীন, সাবেক প্রধান শিক্ষক লোকমান হাকিম ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই। তার জন্য আপনাদের বড় ভুমিকা রাখতে হবে। আপনাদের সততার সাথে কাজ করতে হবে। আমাদেরকে বেশি বেশি স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। তাহলে সফলতা আসবে। ডিপ্লোমা প্রকৌশলীরা পিছিয়ে নেই। এই দেশে বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রাখছেন তারা। মানসম্মত শিক্ষা অর্জনে কারিগরি শিক্ষার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। তাই প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন করে হরৌ কারিগরি শিক্ষায় শিক্ষিত হবার আহবান জানান।