Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ানিউজ২৪ডটকম’র ২য় বর্ষপূর্তি পালিত

লোহাগাড়ানিউজ২৪ডটকম’র ২য় বর্ষপূর্তি পালিত

17671391_407271462965784_1473394944_n

এলনিউজ২৪ডটকম : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১ এপ্রিল সন্ধ্যায় লোহাগাড়ানিউজ২৪ডটকম’র ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে। লোহাগাড়ানিউজ২৪ডটকম কার্যালয়ে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।

প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) ও উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান, তাহের মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সেক্রেটারী, সমাজকল্যাণ অধিদপ্তরের সদস্য, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের চেয়ারম্যান, লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা, সমাজসেবক ও দানবীর আরমান বাবু রোমেল।

বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, দৈনিক আজাদী চট্টগ্রাম দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ও দৈনিক ইত্তেফাক লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছ, দৈনিক চট্টগ্রাম মঞ্চ লোহাগাড়া প্রতিনিধি কাইছার হামিদ, লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা প্রবাসী মোছলেম উদ্দিন, দৈনিক প্রথমআলো লোহাগাড়া প্রতিনিধি পুষ্পেন চৌধুরী, গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, চুনতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবি হোছনে আরা বেবী, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক সাত্তার সিকদার, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোপাল কান্তি বড়–য়া ও উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কলামিষ্ট মোহাম্মদ হোসেন।

17690169_407270959632501_1437197785_n

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক মোঃ আউয়াল, আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল ইসলাম, এলায়েন্স ইঞ্জিনিয়ারিং’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা স্বপ্না দেবী, আধুনগর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, দৈনিক পূর্বদেশ লোহাগাড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক যায়যায়দিন লোহাগাড়া প্রতিনিধি এম আবদুল জব্বার ফিরোজ, দৈনিক প্রিয় চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধি জাহেদুল ইসলাম, লোহাগাড়নিউজ২৪ডটকম’র উপদেষ্টা খোরশেদ আলম, ব্যাংকার মোজাহিদুল ইসলাম, পূর্ব পুটিবিলা তাঁতী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, ডাঃ ওমর ফারুকত, গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি মুহাম্মদ সোলাইমান, তরুণ ঐক্য ফোরামের সভাপতি তারেক আজিজ চৌধুরী, যুবনেতা আ.ন.ম আবদুল্লাহ বাবলু, মোঃ বেলাল উদ্দিন, সাজ্জাদ হোছাইন প্রমুখ।

17741119_407270769632520_1834571265_n

অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমানকে বিদায়ী সংবর্ধনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) এবং শিক্ষা ও সমাজ কল্যাণে বিশেষ অবদান রাখায় আরমান বাবু রোমেলকে সংবর্ধনা দেয়া হয়।

17741230_407270422965888_33653163_n

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ লোহাগাড়ানিউজ২৪ডটকম’র ২য় জন্মবার্ষিকীর কেক কাটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!