
নিউজ ডেক্স : বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখিল এলাকায় তিনটি বাচ্চাসহ নয়টি হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়েছে। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৩ নভেম্বর) ভোরের দিকে হাতিগুলো লোকালয়ে ঢুকে পড়ে। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্তও হাতিগুলো এলাকা ছেড়ে যায়নি।

উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা হাতিগুলোকে নিরাপদে পাহাড়ে ফিরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন।
বোয়ালখালী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন বলেন, সকাল থেকে হাতিগুলোকে নিরাপদে পাহাড়ে ফিরিয়ে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এখনও তারা লোকালয় ছেড়ে যায়নি। তারা কোনও ক্ষয়-ক্ষতি করেনি।
স্থানীয়রা জানান, বিকেল ৫টা পর্যন্ত হাতিগুলোর অবস্থান ছিল পূর্ব কধুরখিল বাইতুল ফালাহ জামে মসজিদের সুপারি বাগান এলাকায়। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner