নিউজ ডেক্স : লবণের প্রাপ্যতা নিয়ে কেউ গুজব ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার তথ্য অধিদফতর এক প্রেস নোটে এ তথ্য জানিয়েছে। দেশে লবণ সংকট দেখা দেবে বলে গুজব ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচারণাও চালানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে লবণের দাম বাড়িয়ে দিয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এই প্রেক্ষাপটে প্রেস নোট জারি করল সরকার।
লবণ নিয়ে কিংবা অন্য কোন বিষয়ে কোন ব্যক্তি বা মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য যে কোনোভাবে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে প্রেস নোটে উল্লেখ করা হয়েছে।