
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় আরো ১০ নারী-পুরুষ ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার ভোর হতে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া, মিঠাপানির ছড়া সংলগ্ন সিবিচ পয়েন্ট থেকে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, ফায়ার ব্রিগেডের লোকজন গিয়ে ওই লাশগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত লাশগুলোর স্থানীয়ভাবে দাফনের প্রস্তুতি চলছে।
টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান আরো ১০ জনের লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করেন। এর আগে গত সোমবার নৌকাডুবির ঘটনায় ১৩জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়ভাবে দাফন করা হয়। -ইত্তেফাক
Lohagaranews24 Your Trusted News Partner