নিউজ ডেস্ক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রিমান্ডের নামে পুলিশি হেফাজতে যেকোনো প্রকার শারীরিক নির্যাতন বন্ধ করা হবে। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা হবে না।
আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মিথ্যা মামলায় অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। মিথ্যা মামলায় সহায়তাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।