ব্রেকিং নিউজ
Home | শিক্ষাঙ্গন | রাউজানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্কুলছাত্রসহ আটক ২

রাউজানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্কুলছাত্রসহ আটক ২

sm-question-2017121701010820180212103717

নিউজ ডেক্স : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জড়িত অভিযোগে চট্টগ্রামের রাউজানে এক স্কুলছাত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। গতকাল রবিবার গভীর রাতে উপজেলার ডাবুয়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটক দুইজনের নাম মো. ইমরান (১৮) ও নূরুল আফসার সবুজ (২০)।

আটক ইমরান ডাবুয়া এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং সবুজ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।

র‌্যাবের উপ অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান জানান, আটক দুইজনের মোবাইলে পরীক্ষার আগে পাওয়া প্রশ্নপত্র ফেসবুকে আপলোড করার প্রমাণ পাওয়া গেছে। এমনকি রবিবার অনুষ্ঠিত আইসিটি পরীক্ষার প্রশ্নপত্রও তারা আগেই ফেসবুকের মাধ্যমে ফাঁস করে বলে আশিকুর জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!