ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় ঘুষের টাকা ফেরত দিলেন ভূমি কর্মকর্তা

সাতকানিয়ায় ঘুষের টাকা ফেরত দিলেন ভূমি কর্মকর্তা

Ghush

নিউজ ডেক্স : সাতকানিয়ায় লিখিত অভিযোগের কারণে ঘুষ হিসাবে নেওয়া টাকা ফেরত দিয়েছেন এক ইউনিয়ন ভূমি কর্মকর্তা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলা ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত বছর উপজেলার বাজালিয়া ইউনিয়নের বাসিন্দা বিজিসি ট্রাস্ট্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নুরুল হুদা সিকদার তার পৈত্রিক জমির নামজারি করতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে গেলে সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) এনামুল হক ভূমি উন্নয়ন কর বাবদ তার কাছে ২ লক্ষ ৫০ হাজার দাবি করেন। পরে নুরুল হুদা ভূমি কর্মকর্তাকে সঠিকভাবে হিসাব করতে অনুরোধ করলে তিনি ৬৫ হাজার টাকা খাজনার কথা বলেন।

গত বছর ২৫ সেপ্টেম্বর সম্পূর্ণ টাকা পরিশোধ করেন নুরুল হুদা। পরবর্তীতে রশিদ সংগ্রহের সময় তহসিলদার এনাম তাকে ১৩টি রশিদমূলে ৩২ হাজার ১৭ টাকা খাজনার হিসাব দেন। এ সময় নুরুল হুদা বাকী টাকার হিসাব চাইলে এনাম তাকে বিভিন্ন অজুহাত দেখান।

বিষয়টি নিয়ে নুরুল হুদা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার মঙ্গলবার উভয় পক্ষকে ডেকে শুনানি করেন। শুনানির এক পর্যায়ে তহসিলদার এনাম কক্ষের বাইরে এসে নুরুল হুদার সাথে থাকা ব্যবসায়ী সাইফুল ইসলাম মীরকে ৩২ হাজার ৯শ ৩৮ টাকা ফেরত দেন।
এ বিষয়ে তহসিলদার এনামুল হকের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য দিতে রাজি হননি।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তংচংজ্ঞ্যা বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে শুনানি করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। -সুপ্রভাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!