আন্তর্জাতিক ডেক্স : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি গির্জায় এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে গির্জার দুই গুরু নিহত হয়েছেন। পরে গির্জার এক সশস্ত্র সদস্যের গুলিতে হামলাকারীও প্রাণ হারান। খবর বিবিসির
হোয়াইট সেটেলমেন্টের ক্রিস্ট এলাকার ওয়েস্ট ফ্রিওয়ে গির্জায় স্থানীয় সময় রবিবার সকাল ১১টা ৫০ মিনিটে প্রার্থনা চলাকালে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করে ওই হামলাকারী।
পুলিশ জানায়, হামলাকারী প্রার্থনারত লোকজনের মাঝখান থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে গুলি চালাতে শুরু করে। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তারা তা খতিয়ে দেখছেন।
টেক্সাসের গভর্নর গ্রেগ এবোট এই ঘটনাকে সহিংস ঘটনা বলে উল্লেখ করে জানান, গোলাগুলির পর দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
গির্জার একজন মন্ত্রী জ্যাক কামিংস নিউইয়র্ক টাইমসকে বলেছেন যে, ‘বন্দুকধারী সন্দেহজনকভাবে আচরণ করেছে এবং গির্জার সুরক্ষা দলের দৃষ্টি আকর্ষণ করেছিল।’
মি. কামিংস বলেছেন, সুরক্ষা দলটি চার্চের সদস্যপদ থেকে স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত, ‘যারা আগ্নেয়াস্ত্র বহন করার লাইসেন্স পেয়েছেন। “তারা আজ অনেক জীবন বাঁচিয়েছিল। অন্যথায় এই জিনিসটি হত্যাকাণ্ড হতে পারতো।’