_____শীলা ঘটক_____
যাবো অনেকদূর
যাবি আমার সাথে ?
যাবি যদি এখনি আয় আমার কাছে,
কোন এক অমাবস্যা রাতে পথ চলা শুরু করি।
হাঁটতে হাঁটতে ক্লান্ত চরণ যদি কোথাও থমকে দাঁড়ায়,
দুদণ্ড অপেক্ষা নাহয় করবো তোর সাথে।
ঘোর অন্ধকারে পথ চলা শুরু হবে আবার,
চারদিক মেঘাচ্ছন্ন,
তমসাবৃত এই রাত একদিন শেষ হবে,
ভোরের আলোয় পূবের আকাশ হবে লাল।
রক্তিম সূর্যের লালরঙ গায়ে মেখে
পাড়ি দেবো অজানা সেই দেশে,
যেখানে পাখী গান গায়, ফুল ফোটে
শিশুরা খেলা করে।
এক স্বর্গীয় আবেশে ভ’রে আছে চারিধার,
ব্যাথাগুলো সব বাতাসে মিলিয়ে যায়।
চোখের জলে ভেজেনা চোখের পাতা,
বুকের বাম পাশে করেনা যন্ত্রণা!
ভালবাসার আবিলতা ছড়িয়ে আছে আাকাশে বাতাসে।
যাবি? আমার সাথে?