নিউজ ডেক্স : ঢাকা মহানগরীতে উবারসহ অন্যান্য মোবাইল অ্যাপস নির্ভর যাত্রী পরিবহন সেবা জনগণের জন্য উন্মুক্ত করতে চায় সরকার। এ লক্ষ্যে খসড়া নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলেছে। নীতিমালা চূড়ান্ত করতে জনগণের পাশাপাশি শিগগিরই অংশীজনদেরও মতামত নেয়া হবে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে উবার ইস্ট রিজিওনের পাবলিক পলিসি বিষয়ক প্রধান মিজ চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রযুক্তি নির্ভর সেবা থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। তবে এ সব সেবা দেশের প্রচলিত আইন ও কাঠামোর আওতায় আনতে হবে।
উন্নত বিশ্ব বা বিশ্বের জনবহুল নগরীর মতো ঢাকা মহানগরীতে মোবাইল অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা পরিচালনায় যাত্রী স্বার্থের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।