Home | দেশ-বিদেশের সংবাদ | মোবাইলের কারণে জাতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে : আল্লামা শফী

মোবাইলের কারণে জাতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে : আল্লামা শফী

ctg-pic-20180120092003

নিউজ ডেক্স :  হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, মোবাইল ফোন আগামী প্রজন্মকে পঙ্গু করে দিচ্ছে। মোবাইলের কারণে জাতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। মোবাইলের মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে পঙ্গু করে দেয়ার পাশ্চাত্যবাদী ষড়যন্ত্র সম্পর্কে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে।

শুক্রবার দারুল উলুম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত উপমহাদেশের আজাদী আন্দোলনের মহানায়ক শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানির সাহেবযাদা আল্লামা সৈয়দ আসজাদ মাদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আল্লামা সৈয়দ আসজাদ বলেন, আমরা নবীর পথ ছেড়ে দিয়েছি; তাই এত লাঞ্ছিত। নবী জীবনে একটি মিথ্যাও বলেননি অথচ আমরা কত মিথ্যা বলছি তার কোনো হিসেব নেই।

মাহফিলে বক্তব্য রাখেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা তফাজ্জল হক (সিলেটি), আল্লামা সালাহ উদ্দিন নানুপুুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা নোমান ফয়জি, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা লুকমান, মাওলানা সাজেদুর রহমান (বি-বাড়ীয়া), মুফতি কিফায়াত উল্লাহ, ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা ফুরকান আহমদ, মাওলানা আনাছ মাদানী ও মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!