মেমোরি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট (এমসিটিআই)-এর উদ্যোগে আয়োজিত মেমোরি উৎসব ২০১৮ এ প্রধান অতিথি সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরী বলেন, ‘অনেক মেধাবী তরুণ নিজেদের উন্নত ক্যারিয়ার গঠনের উদ্দেশ্যে দেশের বাইরে চলে যায়। তারা যেন কম্পিউটার শিখে তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশে অবস্থান করেই দেশের উন্নয়নে ভূমিকা রাখে সে ব্যাপারে তাদের উদ্বুদ্ধ করতে হবে।’
নগরীর চকবাজারের ফুলকলি ভবনের ২য় তলায় মেমোরি মিলনায়তনে গতকাল শুক্রবার বিকালে আয়োজিত মেমোরী উৎসব ২০১৮ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। এমসিটিআই চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মনজুর-উল-আমিন চৌধুরী আরো বলেন, ‘তরুণদের বিভ্রান্ত করে অনেক স্বার্থান্বেষী মহল তাদের বিপথগামী করে ফেলে। তাদেরকে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে পারলে তারা দেশকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে সাহায্য করবে।’ সাংবাদিক কল্যাণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক ১৬, ২০ ও ৩২ এবং সংরক্ষিত আসন ৭-এর কাউন্সিলর আনজুমান আরা বেগম (আন্জু), শাহানশাহ-শাহাজাদা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন ও সাংবাদিক প্রবীর বড়–য়া।
অনুষ্ঠানে মেমোরী উৎসব ২০১৮ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমিন সুমি, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ আবু নাসের এবং আয়কর ও কোম্পানি আইন উপদেষ্টা চৌধুরী খালিদ বিন সরওয়ারকে। -বিজ্ঞপ্তি