Home | দেশ-বিদেশের সংবাদ | মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ ১৪ জন নিহত

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ ১৪ জন নিহত

mexico-20180218091645

আন্তর্জাতিক : মেক্সিকোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা ও এক শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণে কয়েকজন ওই হেলিকপ্টারে যাচ্ছিলেন। নিহতদের কেউই হেলিকপ্টারের যাত্রী কি না তা এখনও পরিষ্কার নয়।

হেলিকপ্টারটিতে মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ও ওয়াক্সাসার গভর্নর থাকলেও তারা কেউ আহত হননি।

স্বরাষ্ট্রমন্ত্রী আলফনসো নাভারতে জানিয়েছেন, হেলিকপ্টারটি অবতরণ করার সময় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

শুক্রবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ওয়াক্সাসা কিন্তু এতে ৩৫০ কিলোমিটার দূরবর্তী মেক্সিকো সিটি বাড়িঘরও কেঁপেছে। তবে ভূমিকম্পে কারও মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি।

কর্মকর্তরা জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের একটি গ্রামে কয়েকটি গাড়ির উপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভূমিকম্পের পর মানুষজনকে উদ্ধার করে ওই গাড়িগুলোতে নিয়ে যাওয়া হচ্ছিল।

ওয়াক্সাসা প্রসিকিউটরের অফিস থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একটি ছয় মাসের শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল ও হেলিকপ্টারটি যখন অবতরণ করছিল তখন প্রায় অন্ধকার হয়ে এসেছিল।

বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি গ্রামের উপর কয়েকটি চক্কর মেরেছিল। এতে ওখানে ধুলার কারণে মানুষের দৃষ্টিক্ষমতা কমে আসে।

যে ১৪ জন নিহত হয়েছেন তাদের মধ্যে হেলিকপ্টারের কোনো যাত্রী রয়েছেন কি না তা এখনও স্পষ্ট নয়। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের কয়েকজন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!