ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থীদের খাবার বিতরণ

বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থীদের খাবার বিতরণ

566

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি পানত্রিশা এলাকায় প্রতিষ্ঠিত বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থীদের দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এ বছরও জেসিএস পরীক্ষার শেষ দিন আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার পরীক্ষা শেষে এ খাবার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ আক্কাছ আলী জানান, বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় কেন্দ্রেটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এ কেন্দ্রে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে আসে। তাদের ক্ষুধা নিবারণের জন্য এ উদ্যোগ। তিনি আরো জানান, এবার এ কেন্দ্রে (কেন্দ্র লোহাগাড়া- ৪) মোট ৩৮৫ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীসহ কেন্দ্রে কর্মরত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত ৪৮০ জনের জন্য এ খাবারের আয়োজন করা হয়।

কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। ভবিষ্যতে এ কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষা শেষে খাবারের আয়োজন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!