_____ফিরোজা সামাদ_____
মাটির পুতুল হাসছি খেলছি
অানন্দে ছুটছি বেড়াচ্ছি
এক অদৃশ্য হাতের সুতোর টানে,
কার হাতে গড়া মানুষ নামের পুতুল ?
কিসের অহংকারে কিসের নেশায়
মেতে উঠি অর্থ বিত্ত লোভ লালসায় ?
নিজের হাতে নেই তো কিছু
শুধুই হম্বি তম্বি ,
তবুও সঙ সাজছি প্রতিনিয়ত
কিসের আশে কিসের টানে ?
এই খেলায় মত্ত হয়ে আছেন
একজন নির্বিকারে অানমনে !!
প্রতিনিয়ত হচ্ছি বেসামাল,
আজকে রাজাধিরাজ কালকে ফকির,
কখন যে আসা আর কখন যে যাওয়া?
কেউ জানেনা, কেউ বুঝেও বোঝেনা
অদৃশ্য বিধাতার হাতে ধরা সুতোর টানে
পরে গেলে এই মানুষ নামের কোনো
অস্তিত্ব নেই কোনো নিস্তার নেই !!
তারপরেও কিসের নেশায়? কিসের আশায়?
মাটির গড়া পুতুল জানি সব মিছে
তবুও কেনো এতো অহংকার ??