
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৮ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস।
গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজারের টেকনাফ থানার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিঠা পানিরছড়া এলাকার মো. নুরুল হকের পুত্র মো. তৈয়ব (৪০) ও মহেশখালী থানার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঠাকুরতলা ঢেইল পাড়া এলাকার মো. রিদোয়ানের পুত্র দিল মোহাম্মদ (৪০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি মাইক্রোবাসে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাগুলো পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner