নিউজ ডেক্স : সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে দুই ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। সম্প্রতি এক শিবির কর্মীকে পুলিশে সোপর্দ করার জের ধরে রোববার (১৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আহত রাশেদুল ইসলাম ও আবির হোসেন একাদশ শ্রেণির ছাত্র। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত দাশ জানান, মহসিন কলেজের সামনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা রাশেদ ও আবিরকে ছুরিকাঘাত করে।
মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন জানান, গত ৯ জানুয়ারি ইউসুফ উদ্দিন খোকা নামে এক শিবির কর্মীকে পুলিশে সোপর্দ করেছিল। পরে চকবাজার থানা থেকে তাদের ছাড়িয়ে নেয় ছাত্রলীগের আরেকটি অংশ।
সেই ঘটনার জের ধরে রোববার কলেজের সামনে রাশেদ ও আবিরকে বিভিন্ন প্রশ্ন করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে প্রথমে মারধর করে। পরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
মায়মুন উদ্দিন সদ্য প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। -বাংলানিউজ