Home | ব্রেকিং নিউজ | মঙ্গলবার লোহাগাড়ার তিন ইউপি নির্বাচনে ভোটগ্রহণ

মঙ্গলবার লোহাগাড়ার তিন ইউপি নির্বাচনে ভোটগ্রহণ

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদর, আমিরাবাদ ও আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। তিন ইউনিয়নে মোট ২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এখনো কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তথ্য পাওয়া যায়নি। তবে খবর ফেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাদ্দাম হোসেন রোমান খান।

তিনি জানান, সোমবার প্রতিটি কেন্দ্রে বাক্স ও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারগণ নিজ নিজ বুথ কেন্দ্রে পৌঁছে গেছেন। শুধুমাত্র ব্যালট পেপার ভোটগ্রহণের দিন সকালে স্ব স্ব বুথ কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। তিন ইউনিয়নের সকল ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহবান জানান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লোহাগাড়ার তিন ইউনিয়নে মোট ভোটার ৬৭ হাজার ৬৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৫ হাজার ৫৮৫ জন ও মহিলা ভোটার ৩২ হাজার ৮৩ জন। লোহাগাড়া সদর ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৩২৯ জন ও মহিলা ১০ হাজার ৮৪০ জন। ভোটকেন্দ্র ১০টি। আমিরাবাদে মোট ভোটার ২৮ হাজার ৯৪৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ১১৫ জন ও মহিলা ১৩ হাজার ৮২৮ জন। ভোটকেন্দ্র ৯টি। আধুনগর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ১৪১ জন ও মহিলা ৭ হাজার ৪১৫ জন। ভোটকেন্দ্র ৯টি।

তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত মহিলা পদে ৩১ জন ও সাধারণ সদস্য পদে ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ নুরুছফা (নৌকা), মোহাম্মদ খোরশেদ আলম সিকদার (ধানের শীষ), মোহাম্মদ শাহাব উদ্দিন (আনারস) ও আনোয়ার হোসেন (লাঙ্গল)। আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে এস. এম. ইউনুচ (নৌকা), আবদুল মালেক (আনারস), মাহমুদুল হক পিয়ারু (টেবিল ফ্যান), মোস্তাফিজুর রহমান চৌধুরী (মোটর সাইকেল), মোহাম্মদ ইলিয়াছ (লাঙ্গল) ও মো. নুরুল আবচার (হাত পাখা)। আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মুহাম্মদ নুরুল কবির (নৌকা), মো. আবু নাসের চৌধুরী (ধানের শীষ), মুহাম্মদ আইয়ুব মিয়া (টেবিল ফ্যান), মুহাম্মদ নাজিম উদ্দিন (আনারস) ও মাহামুদুল হক (অটোরিক্সা)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, নির্বাচনকে ঘিরে যে কোন ধরণের অপতৎপরতা মোকাবেলা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদের কঠোরহস্তে দমন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!