ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | ভুল সময় বলে কিছু নেই

ভুল সময় বলে কিছু নেই

346

_____ফরিদা ইয়াসমিন সুমি_____

 “জীবনে কতো কিছু যে ভুল সময়ে হলো
ভুল সময়ে হওয়ার চেয়ে না হওয়াই ঢের ভালো “

তোমার একথা মানতে নারাজ আমি …!
কোন কিছুই ভুল নয়
ভুল নয় কোন সম্পর্ক ও –

আমরাই কেবল ভুল ব্যাখ্যা দিয়ে চলি!

অশ্বত্ব লাভ করে চলা যে ধাবমান কাল
অতো ফুরসৎ কই ভুলে পর্যবসিত হবার?

পরিচয় থেকে দেখা – দেখি, সহস্র কথার ফুলঝুরি,
পাশাপাশি হেঁটে পাড়ি দেয়া অযুত নিযুত সোনালি বিকেল…

বর্ষা থেকে বসন্ত অমাবস্যা -পূর্ণিমায়
উল্টো স্রোতে সাঁতার কাটা জোয়ার -ভাটায়

অঘ্রাণের ঘ্রাণে ফসলী মাঠে দুদ্দাড় দুপদাপ
সুখে -অসুখে স্বচ্ছন্দ নির্ভরতার প্রতিশ্রুতি…

অম্লান ধাতুর মত ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠা স্মৃতি
আগমনী ভোরের হাতছানির মত শুদ্ধ -সুন্দর!!

কোন স্মৃতিই ভুল নয়
ভুল নয় কোন সময় ও-

‘ ভুল সময় ‘ বলে কস্মিনকালেও কিছু ছিলো না
‘ ভুল সময় ‘ বলে আদৌ কিছু নেই…

জীবনের প্রতিটি সময়ই শুদ্ধতম,
আমরাই কেবল ভুল ব্যাখ্যা দিয়ে চলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!