আন্তর্জাতিক : ভারতের উত্তর প্রদেশের একটি স্কুলবাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছে। ইতাহ জেলার আলিগঞ্জে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
প্রাথমিক খবরে জানানো হয়েছে, ওই শিশুরা সবাই জেএস পাবলিক স্কুলের শিক্ষার্থী।
প্রদেশের সব স্কুল শৈত্যপ্রবাহের কারণে তিনদিন বন্ধ ঘোষণা করার পরও ওই স্কুল বন্ধ রাখা হয়নি।