Home | শীর্ষ সংবাদ | ভয়াল বৈশাখী রূপ

ভয়াল বৈশাখী রূপ

80

_____জেসমিন সুলতানা চৌধুরী_____

বৈশাখ তোমার রূদ্র, নিষ্ঠুর, ভয়ানক রুপ
দেখি হত বিহবল নয়নে,
উত্তাল সাগর ক্রোধে ফুঁসে,
ভয়াল আগ্রাসী তুমি চলনে বলনে।

আকাশের বুক ছিড়ে পড়ে আগুনের লেলিহান শিখা,
নিমীষেই নিঃশেষ হয়ে যায় তাজা প্রাণ,
কোলাহলে ভরা জনপদ হয় নীরব নীথর,
নেই কোন দয়ামায়া ,
এ যেন এক অহমিকা।

সকালে আলোকিত সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়ে,
মেঘের তান্ডবে অভিমানী সূর্য মূহূর্তেই কেটে পড়ে ।
তা দেখে কালো মেঘ উচ্চ হাসিতে ফেটে পড়ে।
ফাঁকা আকাশ দাপিয়ে বেড়ায় রঙে ঢঙে ।

চলে ঢোল তবলা আর গীত নৃত‍্য,
দেখায় নেচে গেয়ে তাদের আধিপত্য।

চলে আলো আধাঁরের মায়াবী খেলা
থেমে থেমে বিদ্যুতের তির্যক আলোর ঝলকানী,
প্রকৃতি কাঁপে ভয়ে থর থর করে
লোকালয়ে ঝড়ে পড়ে আকাশের কান্নার পানি।

দিনে নেমে আসে রাতের অন্ধকার,
মেঘের তর্জন গর্জন আর হুংকার।

প্রবল বেগে বইয়ে দেয় মাতাল হাওয়া,
লন্ডভন্ড করে আছড়ে ফেলে জনজীবনের চাওয়া।
এইভাবে জানান দেয় বৈশাখ কত ভয়ংকর,
এই চিরচেনা রুপই যেন তার অহংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!