এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তাক আহমদ ও রিটন বড়ুয়া রোনা। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সবল জাতি গঠনে এগিয়ে আসতে হবে।