______মিজানুর রহমান মাসুদ______
আসছে বৈশাখ বসবে মেলা
নর-নারী আনন্দে কাটাবে বেলা
অবাধে মিশবে তারা ভুলে লাজ-শরম
অনেক নারী তাই হারাবে তার সম্ভ্রম।

মাথায় খোপা কপালে লাল টিপ
গায়ে হলুদ বরণ শাড়ি
কৃত্রিম বাঙ্গালীর ছড়াছড়ি
পান্তা ইলিশ নিয়ে কাড়াকাড়ি।
কেমন বাঙালী মোরা
হই একদিনের পাগল
হৃদয়টা মোদের সারাবছর
বিদেশী সংস্কৃতি করে দখল।
কত শহীদের মা বোনেরা
কান্নায় ভাসায় বুক
অনাহারে কাটে তাদের দিন
পায়না এতটুকু সুখ!
সঠিক ভাবে করব পালন
বাঙালী সংস্কৃতির উৎসব
মন ও মনন থেকে ছাড়ব
অপসংস্কৃতি আছে যতসব।