Home | দেশ-বিদেশের সংবাদ | বাস কর্মচারীর রহস্যজনক মৃত্যু 

বাস কর্মচারীর রহস্যজনক মৃত্যু 

নিউজ ডেক্স : হানিফ বাসের কর্মচারী নুরুল ইসলাম নাহিদের (৪০) রহস্যজনক মৃত্যু হয়েছে। নগরের শাহ আমানত ব্রিজ এলাকা থেকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম চান্দগাঁও থানার চেয়ারম্যানঘাটা এলাকার মৃত আকবর আহম্মদের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক মো. আরিফ বলেন,  নতুন ব্রিজ এলাকা থেকে কয়েকজন লোক একটি সিএনজি অটোরিকশায় এক কিলোমিটার আসে। এর পর সেখান থেকে এক নারীসহ নতুন চান্দগাঁও থানা এলাকায় এসে গাড়ি থেকে  নেমে দুইজন পালিয়ে যায়। পরে অসুস্থ ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  ধারণা করা হচ্ছে,  তাকে বৈদ্যুতিক শক ও পাশবিক নির্যাতন করা হয়েছে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!