এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মার্চ সোমবার কলেজের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ ফয়েজ উল্লাহ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মোহাম্মদ রেজাউল কবির।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিদায়ী শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।