Home | দেশ-বিদেশের সংবাদ | বান্দরবানে পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা

বান্দরবানে পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা

নিউজ ডেক্স : বান্দরবানে বাচমং মারমা (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সন্ধ্যার একটু আগে একটি সন্ত্রাসী গ্রুপ জামছড়ি বাজার এলাকায় হানা দেয়। এ সময় বাচমং মারমা তার ফার্মেসিতে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা দোকানে ঢুকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনার পর জামছড়ি এলাকায় সেনাবাহিনী ও পুলিশি টহল জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি মেম্বার ক্ল্যশৈমং মারমা। তবে এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা জানান, দোকানে অবস্থানকালে পল্লী চিকিৎসক বাচমংকে হত্যা করেছে সন্ত্রাসীরা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে গত ১ সেপ্টেম্বর রাজবিলায় মংসিং উ মারমা নামে এক যুবলীগ নেতাকে হত্যা করেছিল সন্ত্রাসীরা। জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!