ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ ডিসেম্বর, দক্ষিণ জেলার ১২ ডিসেম্বর

মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ ডিসেম্বর, দক্ষিণ জেলার ১২ ডিসেম্বর

নিউজ ডেক্স : দুই দফা পেছানোর পর অবশেষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে এবার ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষে গতকাল বুধবার দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ তথ্য জানান।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমরা প্রথমে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ১ ডিসেম্বর ঠিক করেছিলাম। সেটা পরিবর্তন করে ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। অনুরূপভাবে মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৪ ডিসেম্বর করার কথা ছিল। তবে সেদিন নেত্রী চট্টগ্রামে একটি জনসমাবেশ করার আগ্রহ প্রকাশ করায় সেটি আর হচ্ছে না। পরে নেত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বললে উনি আমাকে আগামী ১৮ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দেন। তিনি আরও বলেন, পলোগ্রাউন্ডের সমাবেশের প্রস্তুতির পাশাপাশি ইউনিট, ওয়ার্ড ও থানা-উপজেলা সম্মেলনও চলবে। সব কিছু একসাথে চলবে। সব কিছু শেষ করে আগামী ১৮ ডিসেম্বর আমরা একটি সুষ্ঠু সুন্দর সম্মেলন সম্পন্ন করতে পারব বলে আশা করি।

এদিকে আগামী ১২ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন করার কথাও জানান আবু সাঈদ আল মাহমুদ স্বপন। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, মাহফুজুর রহমান মিতা এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, নগর আওয়ামী লীগের সম্মেলনের প্রথম তারিখ ছিল ১ অক্টোবর। সেটা অনেকটা নীরবেই চলে গেছে। -আজাদী প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!