নিউজ ডেক্স : বান্দরবানে গ্রেফতার জঙ্গী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ১৯ সদস্যকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার আদালত এ আদেশ দেয়।
তারা হলো নব্য জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য মো. আল আমিন ফকির, মো. শামীম হোসেন, আবু হুরাইরা রাফি, মো. আস সামী রহমান সাদ, রিয়াজ শেখ জায়েদ, মো. ওবায়দুল্লাহ, জুয়েল মাহমুদ, মো. ইলিয়াস রহমান, মো. হাবিবুর রহমান মোড়া, মো. সাখাওয়াত হোসেইন, মো. আব্দুস সালাম রাকি, সোহেল মোল্লা, মো. জহিরুল ইসলাম, যোবায়ের আহম্মেদ আইমান, মোহাম্মদ মাহমুদ, মোহাম্মদ আবু হুরাইরা, তাওয়াবুর রহমান সোহান এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ)-এর সদস্য লাল মুল সিয়াম বম, ফ্ল্যাগ ক্রস থাং বম ও মালসম পাংকুয়া। তবে অসুস্থ থাকায় মো. মিরাজ শিকদার নামের আরেকজন জঙ্গীকে আদালতে উপস্থাপন করা হয়নি।